আটঘরিয়াতে দলীয় নেতাকর্মীদের সাথে নুরুজ্জামান বিশ্বাসের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
- প্রকাশিত সময় ০৬:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / 151
নিজেস্ব প্রতিবেদকঃ পাবনা জেলার আটঘরিয়া উপজেলাতে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার ৬ আগস্ট তিনি আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্তরের আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি ঈশ্বরদী-আটঘরিয়ার সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাস, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল নজরুল ইসলাম রবি, আটঘরিয়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুুল ইসলাম রতন, মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল গফুর, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসারত আলী, আটঘরিয়া চাঁদভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চঞ্চল মাষ্টার সহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের কুশলাদী জিজ্ঞাসা করেন এবং তাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী রাখতে সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আটঘরিয়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উপজেলা। এখানে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপন্ন হয় যা আটঘরিয়াবাসী চাহিদা মেটানোর পরেও প্রচুর উদ্বৃত্ত থাকে। তাই করোনাকালীন সংকটে কৃষকদের যেন কোন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কৃষকদের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান। কারন “কৃষক বাঁচলে বাচবে দেশ”। দেশে এখন কোন খাদ্য ঘাটতি নেই। এই ধারা অব্যাহত রাখার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মের প্রতি আহবান করে তিনি বলেন, আমাদের দেশ নদীমাতৃক ও কৃষি ভিত্তিক দেশ তাই তরুণ প্রজন্মকে কৃষি ক্ষাতের দিকে এগিয়ে আসতে হবে। আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করে তারা বেকারত্ব সমস্যা কাটিয়ে নিজেরাও সাবলম্বি হতে পারবে এবং দেশকেও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবে। এলক্ষ্যে আওয়ামীলীগ সরকার নতুন উদ্যোক্তাদের জন্য একশ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মালিথা, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক মুরাদ আলী মালিথা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সদস্য ইশতিয়াক আহমেদ লীন, মুলাডুলি ইউনিয়ন পরিষদের সদস্য সামাদ মেম্বার, ছলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ছাত্তার মৃধা, আলোক বিশ্বাস, করিম বিশ্বাস।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা দোলন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শরীফুল ইসলাম শরীফ, ঈশ্বরদী পৌর ছাত্রলীগ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রূবেল, ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা প্রিন্স, ঈশ্বরদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ঈশ্বরদী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সেলিম বিশ্বাস, ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মালিথা, যুবলীগ নেতা জহুরুল ইসলাম, মিনার বিশ্বাস, সোহেল বিশ্বাস, আব্দুস সাত্তার, চমন বিশ্বাস, নূর হোসেন প্রমূখ।