স্বাস্থ্য বিধি মানা না হলে সকল বাস ও কোচে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ ডিসির
- প্রকাশিত সময় ০৭:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / 158
বার্তা সংস্থা পিপঃ জেলা প্রশাসক কবীর মাহমুদ যাত্রী পরিবহনে স্বাস্থ্য বিধি মানা না হলে সকল বাস ও কোচে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য সকল ইউএনওকে নির্দেশ দিয়েছেন।
করোনার সময় স্বাস্থ্য বিধি মেনে বাস চলাচল করবে মালিকদের এই আশ্বাসে জেলা প্রশাসন প্রতি দুই সিটে একজন করে যাত্রী বসানোর প্রতিশ্রুতিতে বাস ভাড়া শত ভাগ বৃদ্ধি করে। কিন্তু পাবনার সড়ক পরিবহনে স্বাস্থ্য বিধি মানা তো দুরের কথা গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। কোরবানীর ঈদের আগে ও পরে এই অবস্থা ভয়াবহ রুপ নেয়। পাবনার মালিকরা কোন প্রকার স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে নিজেদের স্বার্থে করোনা সংক্রমন বৃদ্ধি করছে।
গতকাল রোববার সকাল ১১টায় জুম পদ্ধতিতে পাবনা জেলার আইন শৃংখলা কমিটির সভায় বক্তারা এ সব অভিয়োগ তুলে ধরেন।
পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আখতার মিলি, সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বার অব কর্মাসের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবু চন্দন কুমার চক্রবর্তি, স্কয়ারের আবাসিক পরিচালক দবির উদ্দিন আহমেদ, বিভিন্ন উপজেলার ইউএনও প্রমুখ।
সভায় জেলা প্রশাসক যাত্রী পরিবহনে স্বাস্থ্য বিধি মানা না হলে সকল বাস ও কোচে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য সকল ইউএনওকে নির্দেশ দেন। এ ছাড়া জেলার করোনা পরিস্থিতি ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।