চোর শ্যালককে ধরিয়ে দিতে দুলাভাইয়ের পুরুষ্কার ঘোষণা
- প্রকাশিত সময় ০৭:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / 146
বার্তা সংস্থা পিপঃ আপন বোনের বাড়িতে বেড়াতে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে এক লাখ ১৬ হাজার টাকা চুরি করে পালিয়েছে বৌয়ের ভাই (শ্যালক) নুরুজ্জামান ওরফে বুলেট (২৮)। তাই চোর শ্যালককে ধরিয়ে দিতে থানায় অভিযোগ ও পুরুষ্কার ঘোষণা করেছেন দুলাভাই সোহেল রানা।
ব্যাপক আলোচিত এই ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার দুলাল শাহের বাড়িতে। রোববার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দুলাভাই সোহেল রানা।
চোর শ্যালক বুলেট চাপাইনবাবগঞ্জের রহনপুর উপজেলার আলিনগরের ব্রজোনাথপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
ভুক্তভোগী দুলা ভাই সোহেল রানা জানান, শ্যালক বুলেট তার বাড়িতে বেড়াতে এসে গত ৫ আগষ্ট মেজভাই বিল্লাল হোসেনে ঘর থেকে এক লাখ ১৬ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। এরপর থেকে অনুসন্ধান চালিয়ে টাকাগুলো শ্যালক চুরি করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাই নিজের ও স্ত্রী নাজমা খাতুনের যৌথ সিদ্ধান্তে চোর শ্যালককে ধরতে থানায় অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুুরুষ্কারও ঘোষণা করা হয়েছে।
বিল্লালের স্ত্রী নাজমা খাতুন জানান, ছোট বেড়াতে এসে ভাসুরের টাকা চুরি করে পালিয়েছে। এই জন্য শশুড় বাড়ির লোকজনের নিকট তার অপমানিত হতে হচ্ছে। তাই চোর ভাইকে ধরিয়ে দেওয়ার জন্য পুরুষ্কার ঘোষণা করা হয়েছে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিলুর রহমান জানান, এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আসামি নুরুজ্জামান ওরফে বুলেটকে গ্রেফতারের চেষ্টা চলছে।