পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৮, পিস্তল ও গুলিসহ চেয়ারম্যানের ভাই আটক
- প্রকাশিত সময় ০৮:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / 161
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ রবিবার দুপুরে থেকে পাবনার সাঁথিয়ায় আওয়ামীলীগ ও যুবলীগের আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংর্ঘষ। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে থানা পুলিশ জহুরুল ইসলাম কল্লোলকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টা বার্মার তৈরী চাকুসহ আটক করে।
গুরুতর আহত আমিনুল ইসলাম, খলিল, শহিদুল, সিরাজুল, চাঁদ আলীকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে নন্দনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মোল্লা ও যুবলীগের সভাপতি হেলাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রবিবার দুপুরে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষ চলে।
সাঁথিয়া থানার এসআই আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। বিকাল ৫টার দিকে আবার সংর্ঘষ শুরু হলে ঘটনাস্থল থেকে নন্দনপুর ইউপি চেয়ারম্যানের ভাই জহুরুল ইসলাম কল্লোলকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টা বার্মার তৈরী চাকুসহ আটক করা হয়।
এখবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। এবং এলাকায় উত্তোজনা বিরাজ করছে।