প্রবাসী বাংলাদেশী বন্ধুদের সহযোগিতার সিরাজগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রান বিতরন
- প্রকাশিত সময় ০৩:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / 118
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে তিন দফায় বন্যার কারনে বন্যা কবলিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ আগস্ট বিকালে সিরাজগঞ্জ শহরের ক্রসবাধ ২ গুনেরগাঁতী এলাকায় প্রবাসী বাংলাদেশী বন্ধুদের সহযোগিতার ১০০ পরিবারের মাঝে এ ত্রান বিতরন করেন প্রবাসী সিরাজগঞ্জবাসী নিউইয়র্ক (ইউএসএ) একদল তরুন যুবক।
এ সময় প্রবাসী সিরাজগঞ্জবাসী নিউইয়র্ক (ইউএসএ) এর পক্ষ থেকে সেচ্ছা সেবক মোক্তারপাড়া মহল্লার রাজু আহসান বলেন, সিরাজগঞ্জে বাসা এমন কিছু প্রবাসী বন্ধুর সহযোগিতায় আমরা করোনা ও বন্যার কারনে ক্ষতিগ্রস্ত মানুষেদের সাহায্যে করার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সদর উপজেলার বিভন্ন স্থানে এ ত্রান কার্যক্রম চলমান থাকবে।
ত্রান সামগ্রী হিসাবে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিড়া, ১ কেজি লবন, ১ কেজি পিয়াজ, ১কেজি আলু, হাফকেজি তেল ও ৫টি করে খাবার স্যালাইন দেওয়া হয় ১০০ পরিবারের মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী সিরাজগঞ্জবাসী নিউইয়র্ক (ইউএসএ) এর সেচ্ছাসেবক, মাহামুদুল হাসান রাব্বি, সুজিত সরকার, মামুন, মাসুদ, রোকন, মোতালেব, জাকারিয়া, তানিম প্রমুখ।