সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন
- প্রকাশিত সময় ০৩:২৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / 60
মহসীন আলী, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শোক দিবসে বৃক্ষ রোপন কর্মসূচি পাল্ আলেচানা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
শনিবার সকালে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউপি চত্বরে বৃক্ষরোপনসহ বনজ, ফলজ ও ঔষধী গাছের ২শ চারা বিতরণ করেন মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, ইউপি সচিব শরিফুল ইসলাম,২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাব হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ, গ্রাম আদালত সহকারী সেলিম জাহাঙ্গীর ও গ্রাম পুলিশ দফাদার রাজিব।
অপরদিকে শনিবার সকালে উপজেলার দেশিগ্রাম গুড়পীপুল ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশিগ্রাম গুড়পীপুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস কুদ্দুস সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়রত আলী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক বাবুলাল ঘোষ, সদস্য বকুল হোসেন, ইউপ সচিব ফরিদুল ইসলাম ও ইউপি সদস্যবৃন্দ।