সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন
- প্রকাশিত সময় ০৩:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / 41
মহসীন আলী, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে জাতীয শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগের দলীয কার্যালয়ে জাতীয ও দলের পতাকা ও সকল প্রতিষ্ঠানে অর্ধনির্মিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন পরে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, চিত্রাংকন ও কবিতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ, বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ পার্থনা।
এ সময় উপস্থিত ছিলেন, ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ, সাবেক জাতীয সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ আবদুল হক, সাধারণ সম্পাদক শ্রী সনজিত কুমার কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ, তাডাশ থানা অফিসার ইনচার্জ মাহবুবুল আলম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বিদ্যুৎ, জাতীত চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সেরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম আতিক, তাড়াশ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের অন্যতম নেতা সাকলাইন হোসেন সাগর প্রমুখ।