পাবনায় হত্যা মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ
- প্রকাশিত সময় ০৫:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / 116
পাবনা সংবাদদাতাঃ পাবনায় হত্যা মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে পাবনা জেলা সিআইডি পুলিশ।
পাবনা সিআইডি অফিসের ইনচার্জ ওয়ালিউল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এবং এস আই মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাবনা জেলার সদর থানার জাহিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, পাবনা জেলার সদর থানার বকশীপুর গ্রামের মৃত আহম্মদ আলী’র ছেলে আব্দুস সোবহান শেখ (৪০), তসিমউদ্দিন শেখ’র ছেলে মোঃ তজের শেখ(৫০), মৃত আহম্মদ আলী শেখ’র ছেলে আব্দুল কুদ্দুস শেখ (৪৫), মো: আফতাব প্রামাণিক’র ছেলে আব্দুর রাজ্জাক প্রামাণিক (৪৫), আজমত প্রামাণিক’র ছেলে মো: জুয়েল রানা (১৯), মৃত ঘুঘু শেখ’র ছেলে মো: আনাই শেখ (৫৫) ও মো: আনাই শেখ’র ছেলে মো: ইসরাঈল শেখ(২৮)।
আসামীদের বিরূদ্ধে পাবনা জেলার সদর থানায় ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬ ধারায় মামলা রয়েছে। পাবনা সদর থানার মামলা নং-৩৫, ২৬/০৪/২০২০।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।