পাবনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যেগে জাতীয় শোক দিবসে পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল অনুষ্টিত
- প্রকাশিত সময় ০৫:৪৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / 90
ডেস্ক নিউজঃ পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আজাহার আলীর নেতৃত্বে সকাল ১০ টায় জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত আলোচনা অনুষ্টানে পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আজাহার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর কৃষি ভাবনা, কৃষিতে বঙ্গবন্ধুর অবদান, জাতির জনকের জীবনাদর্শনসহ বর্তমান সরকারের কৃষিতে কৃতিত্ব সর্বপরি মাঠ পর্যায়ে কৃষিকর্মীদের নিরলস ও পরিশ্রমে দেশ তথা জাতীয় উন্নয়নে অবদানের কথা উল্লেখ করা হয়।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা, মৃত্তিকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো: শামসুল আলম, পাবনা কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ সাধারন সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ আবু ছাইদ শিখন, কৃষি তথ্য সার্ভিসের এআইসিও ডিপ্লোমা কৃষিবিদ মো. জুলফিকার আলী প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় জেলা-উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হাসান রশিদ হোসাইনী এবং দোয়া পরিচালনা করেন মো:শাহিন।