পাবনার সাঁথিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ছাত্রসহ ৪ জন আহত
- প্রকাশিত সময় ০২:০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / 146
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ছোন্দহ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ও বিরোধকৃত জায়গায় ঘর উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ২১ আগস্ট সকাল ৮টার দিকে সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ গ্রামে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।
থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ গ্রামের ডাঃ নজরুল ইসলামের আর এস খতিয়ান নং ৪৯০, আর এস দাগ নং ১০৮৬ বিরোধকৃত প্রতিপক্ষ গ্রামের আব্দুল খালেক ও তার ছেলে রিপন হোসেন শুক্রবার সকালে ঘর উত্তোলন করতে গেলে নজরুল ইসলামের পরিবারের লোকজন নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে খালেক, রিপন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নজরুলের বাড়িতে হামলা করে পরিবারের লোকজনকে মারপিট করে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়।
আহতরা হলেন, ছোন্দহ গ্রামের, ডাঃ নজরুল ইসলামের ছেলে ও পাবনা ইসলামিয়া কলেজের ছাত্র ফাহিম আল হাসিব, নজরুলের স্ত্রী ফিরোজা খাতুন মেয়ে সোনিয়া অপর পক্ষের খালেকের ছেলে রিপন হোসেন। আহতেদের সাঁথিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নজরুল ইসলাম জানান, যেহেতু ঐ জমি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা চলমান। তাছাড়া বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সেটা নিস্পত্তি না করে প্রতিপক্ষরা সেখানে ঘর তুলতে যান। নিষেধ করলে তারা হামলা করেন।
তিনি আরও বলেন, তারা আমার মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে।
রিপন হোসেন জানান, তিনি ঐ জমি মোছাঃ হালিমা খাতুন, রেহানা খাতুন, রিক্তা খাতুন ও বুলবুলি খাতুনের নিকট থেকে ক্রয় করেন। তিনি নিজ নামে তা খারিজ করে স্বত্ববান হয়েছেন। সেই জমিতে ঘর উত্তোলন করতে গেলে একই গ্রামের নজরুল ইসলাম ও তার ছেলেরা বাধা প্রদান করেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। যেহেতু এটা জমিজমা নিয়ে বিরোধ তাই স্থানীয় নেতৃবৃন্দ ২ দিনের সময় নিয়েছেন উভয় পক্ষের মিমাংসার জন্য। যদি তা না হয় তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।