টাঙ্গাইলের মির্জাপুরে র্যাবের অভিযানে নামিদামি ব্র্যান্ডের নকল পন্য উদ্ধার
- প্রকাশিত সময় ০১:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 96
ডেস্ক নিউজঃ টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করা এবং বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ১ বছরের কারাদন্ড সহ নগদ ৩ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল।
নকল পণ্য উৎপাদকারী ব্যবসায়ী হলো, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ফাতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৬০)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ আগস্ট দুপুর ১টা হতে ২টা ৩০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন মির্জাপুর পৌরসভার বংশাই সেলোঘাট সংলগ্ন লাভু মিয়ার বাসায় র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী ও মির্জাপুর উপজেলা পরিষদের ইউএনও মোঃ আব্দুল মালেক কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিভিন্ন প্রকার ব্র্যান্ডের (হারপিক, মিঃ ব্রাসো, ভিকসোল, রক ইত্যাদি নামীয় ব্র্যান্ডের) নকল অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনকৃত পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল, ফিনাইল ১ হাজার বোতল, টাইলস ক্লিনার ১ হাজার বোতল, টয়লেট ক্লিনার ৫ শত বোতল, ফ্লোর ক্লিনার ২ শত ৫০ বোতল, গ্লাস ক্লিনার ২ শত ৫০ বোতল, পুটিং ১ হাজার প্যাকেট, ডিটার্জেন্ট পাউডার ১ হাজার প্যাকেট, পাইপ ক্লিনার ৫ শত প্যাকেট, ব্লিচিং পাউডার ৫ শত প্যাকেট, পারফিউম ফিনাইল ৫ শত বোতল, ১০০০মিঃলিঃ ড্রামপুট ৫ শত প্যাকেট, ৫০০মিঃলিঃ ১ শত বোতল, কেমিক্যাল ৪ ড্রাম, খালি বোতল ৫ হাজার পিস, স্টিকার ১ লক্ষ পিস।
এসকল অবৈধ পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ২২ হাজার ৭৫০ টাকা।
পরে ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারার, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ আইন ২০০৯ এর ৪৩ এবং নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন আইন ২০০৯ এর ৫০ ধারায় অভিযুক্ত মোঃ তোফাজ্জল হোসেনকে ১ বছরের কারাদন্ড সহ নগদ ৩ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।