পাবনা জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ৭২ হাজার টাকা জরিমানা আদায়
- প্রকাশিত সময় ০৬:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / 109
পাবনা সংবাদদাতাঃ বুধবার ২৬ আগস্ট জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর সদয় নির্দেশনা মোতাবেক পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম এঁর নেতৃত্বে সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর, আরিফপুর ও হাজিরহাট এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় সর্বমোট ৭২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানের সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর জনাব মাহমুদ আলম ও সদর থানা পুলিশের একটি টিম।
পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম জানান, জনস্বার্থে বাজার অভিযান অব্যাহত থাকবে।