পাবনায় র্যাব কর্তৃক ধারালো চাকুসহ ৭ জন ছিনতাইকারী গ্রেফতার
- প্রকাশিত সময় ১২:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / 91
ডেস্ক নিউজঃ পাবনায় ধারালো চাকুসহ ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
গ্রেফতারকৃত আসামীরা হলো, পাবনা জেলার সদর থানার গোবিন্দা ( অফিসার্স কলোনী সংলগ্ন) এলাকার মৃত বকস প্রামানিক এর ছেলে আব্দুল জব্বার (৩০), মৃত নুর হোসেন চান্দার ছেলে আসলাম শেখ (৩০), আরিফপুর (গোরস্তান পাড়া) এলাকার বেলাল শেখ এর ছেলে আকাশ শেখ (৩০), কৃঞ্চপুর (এমপি সাহেবের বাড়ির গলি) এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে সোহান ইসলাম (৩১), গোবিন্দা (দেওয়ান বাড়ি গলি) এলাকার মৃত আমীর শেখ এর ছেলে নুর আলী (৩০), গোবিন্দা (কালেক্টরেট স্কুল সংলগ্ন) এলাকার বাবলু শেখ এর ছেলে রেজাউল করিম (৩৫) ও গোবিন্দা (রাজ্জাক কমিশনার গলি) এলাকার আব্দুল মজিদের ছেলে দোয়েল শেখ (৩০)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২৬ আগস্ট ভোর ৪টা ৫৫ মিনিটের সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা’র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন লাইব্রেরী বাজার মোড় এলাকা হতে ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ২ টি ধারালো চাকু (ছুরি), নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা গভীর রাত্রে রাস্তায় চলাচলরত যাত্রীবাহী গাড়ী এবং পথচারীদের গতিরোধ করে ছিনতাই করত। এছাড়াও গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন সময়ে ধারালো চাকু লইয়া জনমনে ভীতি সৃষ্টির মাধ্যমে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।