বিজ্ঞপ্তি :
সিরাজগঞ্জের বেলকুচিতে ৮টি পাইপগানসহ অস্ত্র এক ব্যবসায়ী আটক

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৩:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / 109
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৮টি পাইপগানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
আটককৃত আসামী হলো, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ সুত্রধরের পুত্র গোপাল চন্দ্র সুত্রধর (৩২)।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন দৌলতপুর ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৮টি পাইপগান সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। সে নিয়মিত ওই অস্ত্রগুলি তৈরী ও বিক্রির সাথে জড়িত।
তিনি আরো জানান, গোপাল চন্দ্র সুত্রধর বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।