টাঙ্গাইলে মিনি পিকআপ এ বহনকৃত বৈদ্যুতিক ট্রান্সমিটারের ভিতরে ৫২০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন আসামী গ্রেফতার
- প্রকাশিত সময় ১১:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / 119
“র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলে অভিযান পরিচালনা করে মিনি পিকআপ এর ভিতরে অভিনব কায়দায় বৈদ্যুতিক ট্রান্সমিটারের ভিতরে বহনকৃত ৫২০ বোতল ফেন্সিডিল এবং ০১টি মিনি পিকআপ সহ ০২ জন আসামীকে গ্রেফতার করে”।
অদ্য ১৫/০৯/২০২০ ইং মঙ্গলবার তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জের স্পেশাল কোম্পানীর, কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এবং র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন রামনা বাইপাস সাকিনস্থ হোটেল আল মদিনা (আবাসিক) এর সামনে টাঙ্গাইল টু ঢাকা গামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ মিজানুর রহমান (৩৮), পিতাঃ মৃত- নূর হোসেন কাজী, সাং-ছাতনী রাউতারা, থানাঃ হাকিমপুর, জেলাঃ দিনাজপুর, ২। মোঃ সফিক ইসলাম (৪০), পিতাঃ মোঃ সাহাব উদ্দিন, সাং-খিদিরপুর (মাঝিবাড়ী), থানাঃ মনোহরদী, জেলাঃ নরসিংদী দ্বয়কে ৫২০ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম কার্ড, নগদ ২০০০ টাকা এবং ০১টি মিনি পিকআপ সহ ০২ জনকে গ্রেফতার করেন।
আসামীদ্বয় মিনি পিকআপ এর ভিতরে অভিনব কায়দায় বৈদ্যুতিক ট্রান্সমিটারের ভিতরে অবৈধ ফেন্সিডিল বহন করে থাকে পরবর্তীতে সাক্ষীদের সম্মুখে বৈদ্যুতিক ট্রান্সমিটার খোলে ৫২০ বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।
সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অভিনব কায়দায় বৈদ্যুতিক ট্রান্সমিটারের ভিতরে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়।