পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
- প্রকাশিত সময় ০৯:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / 126
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা সদরের বোয়ালমারী বাজার সংলগ্ন ঐতিহাসিক ইছামতি নদীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এসময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: শামসুল হক টুকু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস, সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শীলা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ: হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সাঁথিয়া পৌর সভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক।
উদ্বোধনী দিনে যে দুটি নৌকা বিজয়ী হয়, তা হলো বাংলার রকেট ও মায়ের দোয়া।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দুপুর থেকেই নদীর দুপারে উৎসুক জনতার ঢল নামে। নদীর দুই পার কানায় কানায় নারী ও পুরুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে।