পাবনায় পূর্ব-শত্রুতার জেরে মারধর ও বাড়িঘর ভাংচুর
- প্রকাশিত সময় ১০:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / 107
নিজস্ব প্রতিবেদক : পাবনায় পূর্ব শত্রুতা এবং জমিজমা সংক্রান্ত জের ধরে বাড়ি ভাংচুর, লুটপাট এবং মারধর এর ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর- ২০) সকাল ৭ টার দিকে পাবনার মালিগাছা ইউনিয়ন এর ঘরনাগড়া গ্রামের দাউদ সরদার এর বাড়িতে এই বর্বরোচিত হামলা চালায় তার প্রতিবেশী বক্কার হোসেন (৪০), পিতা: মককেল সর্দার, আরিফ হোসেন (৩০), পিতা: ঐ, সুকচাদ বিশ্বাস (৫৫), পিতা: আজহার বিশ্বাস সহ তাদেরই ভাড়া করা অস্ত্রধারী একটি সন্ত্রাসী বাহিনী।
উক্ত সন্ত্রাসী দল প্রথমেই দাউদ সরদার এর বাড়িতে ঢুকে আচমকা ভাঙচুর, লুটপাট করতে থাকে। তখন বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্র দ্বারা বাড়ির কর্তা দাউদ সরদার এবং তার স্ত্রী লাকি বেগম কে গুরুতর জখম করা হয়।
আহত অবস্থায় দাউদ সরদার এবং লাকি বেগম কে পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় প্রতিবেশীরা।
চিকিৎসা শেষে বাড়ি ফিরে তারা দেখে তাদের বাড়ি উচ্ছেদ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে উক্ত সন্ত্রাসী বাহিনীরা এবং নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা নিয়ে গিয়েছে।
এছাড়া, তিনটি থাকার ঘর, আসবাবপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে হামলার স্বীকার পরিবারটির।
এ বিষয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে লাকি বেগম।
অভিযোগ পাওয়ার পর পাবনা সদর থানার এসআই আনিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানা গিয়েছে মামলা এখনও পযর্ন্ত এন্ট্রি হয়নি।
উক্ত সন্ত্রাসী বাহিনী মাঝে মাঝেই গ্রামবাসীদের উপর অন্যায় অত্যাচার করে। কিন্তু, তাদের ক্ষমতার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।
তবে, এমন বর্বরোচিত একটি হামলার পর সোচ্চার তারা। উক্ত ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।