পাবনার সাদুল্লাপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১০:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / 108
নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব, পুরষ্কার বিতরণ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২০) বিকেলে ইউনিয়নের চোমরপুর লোহাগাড়ার এতিহ্যবাহী বিলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করে চোমরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ।
প্রতিযোগিতায় অংশ নেয় ১৬ দল, এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন, আলহাজ শাহজাহার আলীর স্বপ্নের তরী-১, স্বপ্নের তরী-২, তৃতীয় স্থান অর্জন করেন কোরগদুলিয়া আবুল হোসেন মেম্বারের নেীকা। পরে অতিথিরা বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমির সোহেল মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সিদ্দিকুর রহমান খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ কবির, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়া, চোমরপুর সাবির্ক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পরিচালক মাসুদ রানা, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কোরবান আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, চেয়ারম্যান পিএস মাসুদ রানা।
গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী এই নৌকা প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই এলাকার নারী পুরুষসহ সর্বশ্রেণি পেশার মানুষের সমাগম ঘটে। সকলেই উপভোগ করেন নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতার।