নাটোরের লালপুরে ১৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২লক্ষ টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০৫:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / 113
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরনাদি জব্দ করে কারখানা মালিক মোস্তাক আহম্মেদকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে র্যাবের সহযোগীতায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে র্যাব-৫ নাটোর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল বালিতিতা গ্রামের ওই গুড়ের কারখানায় অভিযান চালায়। এসময় ১৫ হাজার কেজি ভেজাল, ৪ বস্তা চিনি, আটা, ফিটকিরি, ফুডগ্রেডবিহীন বিষাক্ত রং সহ গুড় ব্যবসায়ী মোস্তাককে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের মিশ্রনে ভেজাল গুড় তৈরির অপরাধে মোস্তাক আহম্মেদকে দুই লক্ষ টাকা জরিমানা করেন।
জব্দকৃত ভেজাল গুড় ও উপকরনাদি ধ্বংস করা হয় এবং চিনি নিলামে বিক্রি করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।