ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও তরুণ রাজনীতিবিধ শাকিল (২৬) আর নেই
- প্রকাশিত সময় ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / 99
পাবনা প্রতিনিধিঃ কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, শরিফুল ইসলাম শাকিলের স্বজন ও শুভাকাঙ্ক্ষিরা, সে আর এই দুনিয়াতে নেই ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন।
ভিষণ অসুস্থতায় ভুগতে থাকা মেধাবী শিক্ষার্থী ও তরুণ রাজনীতিবিধ, ঢাবিয়ান শরিফুল ইসলাম শাকিল দীর্ঘদিন যাবৎ ঢাকা স্কয়ার হসপিটালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছিল।
মাঝে তার পারিবারিক সুত্রে যানা যায় সে অনেকটা সুস্থ হয়ে উঠেছে, কথা বলতে না পারলেও চোখ মেলতো ও মাথা নাড়াতে পারতো।
এর কিছুদিন না কাটতেই গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাত আটটায় চিকিৎসাধীন অবস্থায় শাকিল ইন্তেকাল করেছে। তার অকাল মৃত্যুতে উপস্থিত সর্বস্তরের মানুষ গভীর ভাবে শোক ঞ্জাপণ করেন।
হসপিটালে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর খবর নিশ্চিত করলে সেই রাতেই তাকে নিয়ে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করা হয়। ২৪ সেপ্টেম্বর সকাল ৭ টায় তাকে বাড়ি নিয়ে আসা হয়।
সকাল থেকে জোহরের ওয়াক্ত পর্যন্ত তার আত্মীয়, স্বজনরা তার মৃত মুখখানি শেষ বারের মতো দেখে নেন।
বাদ জোহর পাবনায় তার নিজ বাড়ি সংলগ্ন সালেহীন জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ সম্পন্ন করা হয়। দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়েছে আরিফপুর সদর গোরস্থান ময়দানে।
আরিফপুর ময়দানে জানাজা নামাজের পূর্বে শরিফুল ইসলাম শাকিল এর বড় ভাই আরিফুল ইসলাম সম্মানিত মুসুল্লিগণের উদ্দেশ্যে বলেন স্বল্প সময়ে চলে যাওয়া মানুষটি – আমার ভাইয়ের জন্য আপনারা খাছ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন।
তিনি বলেন মানুষ মাত্রই ভুল, যদি কোনো ভুলভ্রান্তি আমার ভাইয়ের দ্বারা হয়ে থাকে সে ক্ষেত্রে আমি নিজ থেকে বড়ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো দেনা পাওনা থাকলে আপনারা আমাকে যানাবেন, সাধ্য অনুযায়ী তা পুড়ন করব। জানাজার নামাজ শেষ হলে তার মৃত দেহ খানি আরিফপুর জামেমসজিদ কবরস্থানে স্বযত্নে দাফন করা হয়।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ২৬ বছর।এতো অল্প বয়সেই সে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সাবেক কার্যকরি সদস্য, জিয়া হলের সাবেক ভিপি ও ডুসাপের সাবেক সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলো।