আগামীকাল অনুষ্ঠিত পাবনা-৪ আসনের উপনির্বাচনের পূর্বে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং
- প্রকাশিত সময় ০৪:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / 160
পাবনা প্রতিনিধিঃ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসনের উপনির্বাচন।
সাবেক ভূমিমন্ত্রী প্রায়ত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শুন্য এ আসনে প্রতিদ্বন্বিতা করছে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ প্রধান তিন দলের তিন জন প্রার্থী।
২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে পাবনা পুলিশ লাইনস অডিটরিয়ামে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। তিনি জানান, “বাড়তি সতর্কতার জন্য এ আসনের মোট ১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৩ টি ভোট কেন্দ্রকে ঝুকিপুর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে”।
তিনি আরও বলেন,’ “একদম স্বচ্ছ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠায়নে পুলিশ সদস্যবৃন্দ বদ্ধ পরিকর। যেকোনো রকম অরাজকতা ও বিশৃ:ঙ্খলা ঠেকাতে এবং ভোটকেন্দ্রের শৃ্খংলা বজায় রাখতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। যেকোনো মূল্যে পাবনা বাসীকে নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে পাবনা জেলা পুলিশ”।
জেলা নির্বাচন কমিশন জানায়, প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের পাশপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী এলাকায় র্যাব বিজিবি টহলের পাশপাশি নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমান আদালত।
সামাজিক দূরত্ব মেনে ভোট কেন্দ্র লাইনে দাড়ানোর ব্যবস্থা করা হয়েছে । নির্বিঘ্নে ও নিশ্চিন্তে সকলকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আশ্বস্ত করে জেলা নির্বাচন কমিশন।