বিজ্ঞপ্তি :
টাঙ্গাইলে ‘বিলে’ মাছ ধরতে গিয়ে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০১:২৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / 159
বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদ নগরে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মিনহাজ মিয়া (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
০১ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলার মামুদ নগরের শুনসি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মিনহাজের মৃত্যু হয়। মিনহাজ মিয়া শুনসি গ্রামের জুলু মিয়ার ছেলে।
স্থানীয় খায়রুল বাশার জানায়, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা বজ্রপাত হচ্ছিল। কাছেই বিলের দিকে বিকট শব্দে বজ্রপাত হলে আমরা বিলের দিকে গেলে মিনহাজকে নৌকায় দেখতে না পেয়ে কয়েকজন গিয়ে পানিতে ওকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পরে ওর নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার সদস্য মো. আবুল হাশেম বলেন, এরই মধ্যে মিনহাজ মাছ ধরতে বিলে যায়। সেখানে হঠাৎ বজ্রপাতে মিনহাজের মৃত্যু হয়।
এ ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।