সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসল রক্ষায় এখন বাধা হচ্ছে মাটির বাধ
- প্রকাশিত সময় ০৩:২৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / 103
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাগরৌহা দক্ষিণ চড়া মাঠের প্রায় সাড়ে ৩শ বিঘা জমির রোপা আমন ধান ফসল রক্ষায় কৃষকেরা এখন বন্যার পানি ঠেকাতে মাটির বাধ দিচ্ছেন।
এর আগে গত দিন দশেক সময়ে মাঠটি থেকে সেচ মেশিন লাগিয়ে বন্যার পানি বের করে দেওয়া হয়। কৃষকেরা নিজেরাই উদ্যোগ নিয়ে মাঠটির ধান ফসল রক্ষায় পানি সেচে বের করে দেয়।
এদিকে বন্যার পানি কম বেশি মাত্রায় বাড়ছে। আজ শুক্রবারেও বন্যার পানি বেড়েছে। বন্যার পানি বাড়ায় কৃষকেরা আজ শুক্রবার সকাল থেকেই মাঠ ঘিরে অনেক জায়গায় বন্যার পানি ঢুকতে না পারে এর জন্য মাটির বাধ দিচ্ছেন।
একাধিক কৃষক বলেন, তারা ধান ফসল রক্ষায় নিজেদের টাকায় জ্বালানী তেল কিনে সেচ মেশিন চালিয়েছেন। মাঠটি থেকে বন্যার পানি বের করে দেওয়া হয়েছিল। এখন আবার নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে।
বন্যার পানি লাগাতার বাড়তে থাকায় তা মাঠ ঘিরে উচু সড়ক পথ বেয়ে মাঠে ঢোকার আশঙ্ক্ষা দেখা দিয়েছে। এ পানি ঠেকাতে তারা মাটির বাধ দিচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, এরই মধ্যে তার অফিস থেকে মাঠটি সরেজমিনে গিয়ে দেখা হয়েছে।