পাবনার সাঁথিয়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডের উদ্বোধন
- প্রকাশিত সময় ০৫:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / 86
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ রবিবার (৪ঠা অক্টোবর) সকাল ১০টায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন/২০২০ইং ১ম রাউন্ডের উদ্বোধনের আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মহি উদ্দিন, আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী ডেন্টাল সার্জন মাহফুজুর রহমান, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সুধীজন।
বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষে ৪ঠা অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এসময় উপজেলার নন্দনপুর, ভুলবাড়িয়া, গৌরীগ্রাম, ক্ষেতুপাড়া ও আতাইকুলা এই ৫টি ইউনিয়নে ১৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস হতে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।