নোয়াখালীর গৃহবধূর শ্লীলতাহানি: প্রধান আসামীদের ৭ দিনের রিমান্ডে
- প্রকাশিত সময় ০৮:১৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / 86
দৈনিক স্বতঃকন্ঠ প্রতিবেদকঃ
৬ অক্টোবর মঙ্গলবার নোয়াখালীর একটি আদালত জেলার বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূর নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি বাদল মিয়াকে সাত দিনের রিমান্ডে রাখেন।
আদালত এই মামলায় স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনকেও দুই দিনের রিমান্ডে রাখেন।
নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক এই আদেশ দেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত এক মাসে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত কর্তৃক নির্যাতিতাকে অভিযোগ করা হয়েছিল। তবে ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরে এই ঘটনা প্রকাশ পেয়েছে।
দুর্বৃত্তরা গৃহবধূকে জামাকাপড় খুলে ফেলার পর তাকে নির্যাতন করে চিত্রগ্রহণ করে।
ঘটনার ৩৩ দিন পরে রবিবার ভুক্তভোগী নয়জনকে আসামি করে দুটি মামলা করেছেন।
একটি মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে এবং অন্যটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধীনে করা হয়েছিল।