পাবনা জেলা ছাত্রলীগের উদ্যোগে সারাদেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন
- প্রকাশিত সময় ১১:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / 95
পাবনা প্রতিনিধি : সারাদেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার তীব্র প্রতিবাদ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা জেলা ছাত্রলীগ।
৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় সরকারী শহীদ বুলবুল কলেজ এর সম্মুখে আয়োজিত সমাবেশে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ দেশের এ চলমান ধর্ষণ মহামারিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আলীর সভাতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সজল পারভেজ’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন অনিক, সাংগঠনিক সম্পাদক রাকিব বিশ্বাস, সানাউল্লাহ সানি, উপ প্রচার সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক ডিজিটাল শামীম প্রমূখ।
এসময় ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অনিক সাহা, উপ-নাট্য বিষয়ক সম্পাদক সুমন হোসেন, উপ-মানব সম্পাদক মং মং উ মারমা, সদস্য ইউসুফ আলী রাসেল, ইমরান হোসেন, পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন রাফা, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জয়, সরকারী শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন, দপ্তর সম্পাদক সুমন হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক শিহাব হোসেন শুভ, মুত্তাকী, মুন্না, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পাভেল, পাবনা পৌর ছাত্রলীগের ওলি, মুগ্ধ বিশ্বাস, হেমাতপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নিরব হাসান শান্তসহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।