প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে পাবনা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন
- প্রকাশিত সময় ০৯:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / 156
পাবনা প্রতিনিধি: পাবনা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং পাবনাসহ সারা দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনের বিধান যথাযথ ও কঠোরভারে প্রয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ অক্টোবর শুক্রবার বিকেলে পাবনা হামিদ রোড় সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা সেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি প্রার্থী ভিপি আব্দুল আজিজ বক্তব্যে বলেন, সারাদেশব্যাপী ধর্ষণ কারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেবেন বর্তমান সরকার।
কিন্তু ধর্ষণ নিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁসিয়ারি দেন তিনি। এবং ধর্ষণকারী যে কেউ হোক না কেন তাদের ফাঁসির দাবী জানান এবং সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অন্যায় কারীদের কঠোর হস্তে দমন করবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আজাদ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিটের শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন বাপ্পি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু, সাইদুল, জিসান, রেজাউল, হাজী সুজন প্রমূখ।