পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০৪:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / 100
পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: শামসুল হক টুকু, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল প্রমুখ।
বক্তারা জেলা আইন-শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। আসন্ন দূর্গা পূজা পালনে জেলার কোথাও কোন অপীতিকরন ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রশাসনের কঠোর নজর রাখতে হবে। নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো যাতে তাদের ধর্ম পালন করতে পারে সেদিকেও খেয়াল রাখতে।
সভায় মা ইলিশ রক্ষার ব্যাপারেও আলোচনা করেন বক্তারা। ইলিশ দেশের সম্পদ, এই সম্পদকে টিকিয়ে রাখতে ২২দিন প্রশাসনের পাশাপাশি সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মৎস কর্মকর্তা আব্দুর রউফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, রহমান হাবিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের , সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, পাবনা চেম্বার অব কমার্সে সিনিয়র সহ সভাপতি আলী মূর্তুজা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা সহ জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।