পাবনার বেড়া ইউএনওকে লাঞ্ছনার অভিযোগে বেড়া পৌরসভার মেয়র বরখাস্ত
- প্রকাশিত সময় ১১:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / 103
দৈনিক স্বতঃকন্ঠ প্রতিবেদকঃ উপজেলা পরিষদের মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনামকে লাঞ্ছিত করার জন্য পাবনার বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেনকে সরকার বরখাস্ত করেছে।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সোমবার ১২ অক্টোবর মাসিক সভায় ইউএনওকে শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেছিলেন বাতেন।
এর আগে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন আসিফ আনাম।
পরে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ লিখিত অভিযোগের সত্যতা যাচাই করে বলেন, গত সোমবার বেড়া উপজেলা আইন-শৃংখলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন উপজেলার কাজিরহাট ও নগরবাড়ি ঘাট ইজারা সংক্রান্ত আগে তৈরি করা একটি লিখিত রেজুলেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে অনুমোদনের জন্যে চাপ প্রয়োগ করেন। বিষয়টি নীতিমালা বহির্র্ভূত হওয়ায় ইউএনও তা অনুমোদনে অস্বীকৃতি জানালে মেয়র বাতেন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। উপস্থিত অন্য সদস্যদের হস্তক্ষেপে ইউএনও রক্ষা পান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার আইনের অধীনে এ জাতীয় অপরাধের জন্য মেয়রকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে।
এতে বলা হয়েছে যে, কোনও পৌরসভার মেয়রের এমন কাজ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার বিশ্বাস করে বলে বাতেনকে বরখাস্ত করা হয়েছে।