পাবনা বেড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান
- প্রকাশিত সময় ০৩:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / 98
প্রতিনিধি পাবনাঃ গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২০, ২৯ আশ্বিন হতে ১৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। উক্ত সময়ে সারা দেশে ইলিশের আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিশিদ্ধ ঘোষণা করেছেন সরকার।
নিষেধাজ্ঞা অমান্য কারির সর্বচ্চো সাজা দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।
এই মর্মে গত ১৭ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় মৎস্য অধিদপ্তর পাবনার প্রচারণায় – বেড়া উপজেলার যমুনা নদিতে ইলিশের প্রজোনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।
এসময় যমুনা নদীতে অভিযানে নেতৃত্ব প্রদান করেন বেড়া উপজেলা ভূমি কর্মকর্তা।
এসময় অভিযানে মুখ্য ভূমিকা পালন করেন জেলা মৎস্য অফিসার মোঃ আব্দুর রউফ, বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল মতিন ও পাবনার বেড়া থানার একটি চৌকশ টিম ও গ্রামবাসী।
অভিযান চলাকালীন সময়ে কিছু অসাধু জেলেকে জরিমানা আরোপ ও প্রায় দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুরিয়ে দেওয়া হয়।