বিজ্ঞপ্তি :
পাবনায় করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে দুর্গাপুজার প্রস্তুতি
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০২:১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / 107
এস এম আলম, পাবনাঃ পাবনায় করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে এবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।
করোনা দুর্যোগের কারনে পাবনা জেলায় এবার গতবারের চেয়ে পুজা মন্ডপের সংখ্যা কমেছে ২৩ টি। পাবনায় গতবার দুর্গা পুজা মন্ডপের সংখ্যা ছিল ৩৪৭ টি এবার সে সংখ্যা কমে দাড়িয়েছে ৩২৪ টিতে।
করোনাকালীন আর্থিক মন্দার কারনে অনেক স্থানে হচ্ছে না পুজামন্ডপ। ফলে কমে গেছে প্রতিমা শিল্পীদের কাজও।
স্থানীয় পুজা উৎযাপন পরিষদ জানায়, এবার পুজা হলেও কোন মন্দিরেই উৎসব হবেনা। করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে পুজা অর্চনার জন্য আহবান জানিয়েছে পুজারীরা ।
তবে উৎসব না হলেও প্রতিমার প্রতি ভক্তির কোন ক্রুটি থাকবে না বলে জানান পুজা মন্ডপের আয়োজকরা।