আগামীকাল পাবনার ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনের ভোট গ্রহণ
- প্রকাশিত সময় ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / 91
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় দুই ইউনিয়ন পরিষদ ভাঙ্গুড়া ও মন্ডতোষ নির্বাচনে চেয়ারম্যান ও সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মঙ্গলবার ২০ অক্টোবর ভোট গ্রহণ শুরু হবে।
দীর্ঘ নির্বাচনী প্রচারা প্রচারণা, সভা সমাবেশ শেষে এখন ভোট গ্রহণের পালা। ইতোমধ্যে দুই ইউনিয়নের ভোট গ্রহণকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও আনুষঙ্গিক কাজকর্ম শেষ করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার রোকসানা নাসরিন।
জানা গেছে, রাত পোহালেই মঙ্গলবার ২০ অক্টোবর ইউপি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ ভোট গ্রহণ উপলক্ষ্যে দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্র প্রস্তুত হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে। ভোট গ্রহণ কাজে সার্বিক নিরাপত্তার কাজে পুলিশ আনসার সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে।
ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন আওয়ামীলীগ বিএনপি সহ মোট ৪ জন। তারা হলেন, মোঃ বেলাল হোসেন খাঁন (নৌকা প্রতীক), মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (ধানের শীর্ষ), স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম ফারুক টুকন (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী জাহিদুজ্জামান (আনারস প্রতীক)।
অপরদিকে মন্ডতোষ ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন তারা হলেন, মোঃ আফছার আলী (নৌকা প্রতীক), মোঃ আকরাম হোসেন (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোঃ নুর ইসলাম মিন্টু (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ (আনারস প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন (মোটর সাইকেল প্রতীক)।
জানা গেছে, মন্ডতোষ ও ভাঙ্গুড়া ইউনয়নে চেয়ারম্যান সংরক্ষিণ মহিলা, সাধারণসহ মোট মোট ২৬ টি পদের বিপরীতে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।