পুঠিয়ার বেলপুকুরে বিআরটিসি বাসের ধাক্কায় ডাব ব্যবসায়ী নিহত
- প্রকাশিত সময় ০১:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / 127
স্টাফ রিপোর্টার, পুঠিয়াঃ পুঠিয়ার বেলপুকুরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হেয়ে আনারুল ইসলাম (৩০) নামের এক ডাব ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত ডাব ব্যবসায়ী অনারুল ইসলাম চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে।
বুধবার ২১ অক্টোবর সকাল আটটার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাজশাহী থেকে ঢাকাগামী বিআরটিসি বাস উপজেলার বেলপুকুর থানার রেলগেট নামক স্থানে পৌছানো মাত্রই একটি অটোকে থাক্কা দেয়। সেসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে থাকা ডাব ব্যবসায়ী আনারুলকে চাপা দিয়ে সড়কের পার্শ্বের খাদে পড়ে আটকে যায়। বাসটির চাপা খেয়ে ডাব ব্যবসায়ী আনারুল ইসলাম ঘটনা স্থলে মারা যায়। বাসটির ধাক্কায় অটোতে থাকা দুইজন যাত্রী ও বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হয়।
আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
জানতে চাইলে বেলপুকুর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ রেল লাইনের উপর ঘুমিয়ে প্রাণ হারাল যুবক