“বঙ্গবন্ধু শুধু রাজনীতিবিদই ছিলেন না, আপদমস্তক সাংবাদিক ছিলেন”—– বল্লেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ
- প্রকাশিত সময় ০৮:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / 88
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন আপদমস্তক সাংবাদিক।
তিনি স্বাধীনতাত্তোরকালে হক কথা ও ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতাও করেছেন। তাই তিনি সাংবাদিকদের দু:খ কষ্ট বুঝতেন। তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সাংবাদিকদেও কল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছেন।
বুধবার ২১ অক্টোবর বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক পাবনা প্রেসক্লাবকে বিভিন্ন ধরনের বই প্রদান উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এ কথা বলেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য সচিব শাহ আলম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান। পাবনা প্রেসক্লাবের সহসভাপতি মো. শহীদুর রহমান শহীদ, সহকারী সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু,
অর্থ সম্পাদক শুশিল তরফদার, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, ক্রীড়া স্মপাদক কলিট তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং পাবনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।