পাবনায় ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৫:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / 132
ডেস্ক নিউজঃ পাবনায় ১২০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
গ্রেফতারকৃত আসামীরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগবাড়ী গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে মোঃ বাদশা উদ্দীন (২১) এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার শিবপুর গ্রামের মোঃ আব্দুস সালাম এর ছেলে মোঃ জসিম উদ্দিন (২৩)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ২১ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটের সময় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন টেবুনিয়া বাজার হতে মাদক ব্যবসায়ী ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক আসামীদের নিকট হতে ১২০ (একশত বিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুনঃ কুষ্টিয়ার দৌলতপুরে ৩৮৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার