পাবনার ভাঙ্গুড়ায় পুজা উৎসবে কাউন্সিলরের শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণ
- প্রকাশিত সময় ০৫:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / 102
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় পুজা উৎসবে ব্যাক্তি উদ্যোগে শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন ভাঙ্গুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সামাদ।
বৃহস্পতিবার ২২ অক্টোবর মহা ষষ্ঠির দিন সকালে এই ওয়ার্ডের দুস্থ ও গবীর সনাতন ধর্মালম্বীদের মধ্যে তিনি শাড়ি ও লুঙ্গি গুলি বিতরণ করেন।
জানা গেছে, আসন্ন শারদীয় দুর্গা পুজায় এই ওয়ার্ডের দুস্থ ও গরীব হিন্দু সম্পয়ের পরিবারে সদস্যদের মধ্যে নিজস্ব উদ্যোগে ব্যক্তিগত তহবিল হতে শতাধিক শাড়ি ও লুড়ি বিতরণ করেন। বিশেষ করে দক্ষিণ মেন্দা পাল পাড়া, মিস্ত্রীপাড়া এলাকায় সোনাতন ধর্মালম্বীদের বাড়ি বাড়ি গিয়ে শাড়ি ও লুঙ্গি গুলি পৌচ্ছে দেন।
এসময় ভাঙ্গুড়া উপজেলার পুজা উদযাপনের সভাপতি শ্রী মলয় কুমার দেব ও সাধারণ সম্পাদক শ্রী সংগীত কুমার পাল, দক্ষিণ মেন্দা কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি সুভাষ কুমার পাল, সাংবাদিক বিকাশ কুমার চন্দ্র উপস্থিত ছিলেন।
কাউন্সিলর মোঃ আব্দুস সামাদ বলেন, শারদীয় দুর্গা পুজায় দুস্থ ও গরীব সনাতন ধর্মালম্বীরা যেন নতুন কাপড় পরিধান করে পুজা উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে তাদের সামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি।
আরও পড়ুনঃ ২৬০ পূজা মন্ডপে পাবনা জেলা পরিষদে আর্থিক অনুদান প্রদান