হাজী সেলিমের ছেলে ইরফানের ১ বছরের কারাদণ্ড
- প্রকাশিত সময় ১২:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / 85
অবৈধ ওয়াকি-টকি ও মদ্যপানের অভিযোগে সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত ঢাকার ৭ এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে এক বছরের কারাদণ্ড দিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের সাথে র্যাব সদস্যরা দুপুরে হাজী সেলিমের নয় তলা ভবনে অভিযান চালায়। অভিযানটি সন্ধ্যা ৬:৪৫ অবধি অব্যাহত ছিল।
সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিং করতে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ওয়াকি-টকিজ অবৈধভাবে দখলের দায়ে ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে ছয় মাসের কারাদণ্ড এবং অবৈধ মদ পাওয়ায় আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হবে- একটি অস্ত্র আইনের অধীনে এবং অন্যটি নারকোটিক্স কন্ট্রোল অ্যাক্টের অধীনে- এই দুজনের বিরুদ্ধে।
তিনি জানান, গাড়ি চালানোর সময় বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৮টি ওয়াকি-টকি এবং মদ উদ্ধার করা হয়েছে।
র্যাবের একজন কর্মকর্তা বলেন, ইরফান ভবনের ২য় ও ৩য় তলায় বসবাস করতেন। অভিযানের সময় একজোড়া হাতকড়াও উদ্ধার করা হয়।
প্রসঙ্গত: বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে ‘আক্রমণ’ করার অভিযোগে র্যাব বিকেলে পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবদাস লেনে তার বাবার বাসভবন থেকে ইরফানকে আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল বিল্লাহ বলেন, র্যাবের একটি দল বাড়িতে অভিযান চালায় এবং বিকেলে তার দেহরক্ষীর সাথে তাকে গ্রেফতার করে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার বলেছেন, যারা এই অপরাধের সাথে জড়িত তাদের পরিচয় নির্বিশেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
লেফটেন্যান্ট ওয়াসিফের উপর হামলা সম্পর্কে মন্তব্য করার সময় তিনি তার ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের বলেন, “যদি কেউ কোন অপরাধ করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।