বিজ্ঞপ্তি :
ঢাবি ছাত্রীর আত্মহত্যার অভিযোগ
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১২:৩৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / 104
পাবনা প্রতিনিধি : প্রেমিকের বদলে অন্যজনের সঙ্গে বাসা থেকে জোর করে বিয়ে ঠিক করায় গত সোমবার আত্মহনন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিয়া তাবাসসুম রুম্পা।
নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কন্দর্পপুর এক ভাড়াবাড়িতে বাস করত ফারিয়া এবং তার পরিবার ।
তাবাসসুম রুম্পা ঢাবির চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন। তিনি ঢাবি’র শামসুন্নাহার হলে থাকতেন। তার বাবা পাবনার ঈশ্বরদীর শাহপুর ইউনিয়নের গ্রামের ফরিদ উদ্দিন মন্ডল । তিনি একজন সরকারি চাকরিজীবী ।
রুম্পা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায় । তার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রুম্পার বাবা থানায় ইউডি মামলা করেছেন।
পুলিশও চেষ্টা করছে রুম্পার মৃত্যুর আসল কারণ জানার জন্য।রুম্পার সহপাঠীদের কাছ থেকে জানা গেছে রুম্পা খুবই মার্জিত , ভদ্র ও মেধাবী ছিলেন এবং তার সাথে প্রচন্ড ধার্মিকও ছিলেন। তারা আরো জানান চার বছরে রুম্পার সাথে ক্লাস করেও কোন ছেলে তার চেহারা দেখতে পায়নি।
সুপার আত্মহত্যার খবর শুনে তার সহপাঠীরা জানায় যে তারা তখনও নিশ্চিত হতে পারছিলেন না যে এটা কি আসলেই রুম্পা নাকি অন্য কেউ কারণ কেউ কখনও তাকে দেখিনি ।
রুম্পার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন যে , রুম্পা পছন্দের ছেলেকে বাদ দেয়ার কারণে এবং তার অনিচ্ছার সত্ত্বেও তাকে অন্য একজনের সাথে জোর করে বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়ার কারণে গত সোমবার সে তার ভাইয়ের ভাড়া বাসাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
রুম্পার ক্লাস সেভেন থেকে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পরার কারনে রুম্পার পরিবার সে ছেলেটিকে মেনে নিতে চায়নি এই নিয়ে দীর্ঘদিন যাবৎ রুম্পার পরিবারে অশান্তি চলছিল।
এই রকম আরও টপিক
আত্মহত্যা আত্মহনন কন্দর্পপুর ঢাকা ঢাবি পাবনা পাবনা জেনারেল হাসপাতালের ফরিদ উদ্দিন মন্ডল ফারিয়া তাবাসসুম রুম্পা বিশ্ববিদ্যালয়ের লাশ শাহপুর