শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হলেন ভাঙ্গুড়া থানার এএসআই কামরুজ্জামান
- প্রকাশিত সময় ০৩:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / 104
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার জেলার সেপ্টেম্বর/২০২০ মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এএসআই নির্বাচিত হয়েছেন ভাঙ্গুড়া থানার এএসআই কারুজ্জামান। সেই সাথে তিনি শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারের শুভেচ্ছা স্মারক পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে এ শুভেচ্ছা স্মারক তার হাতে তুলে দেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম।
জানা গেছে, এএসআই কামরুজ্জামান নাটোর জেলার সিংড়া উপজেলার বাসিন্দা। তিনি ২০০৩ সালের বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনেস্টবল পদে যোগদান করেছিলেন। দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করায় তিনি ২০১৪ সালে এএসআই পদে পদোন্নতি লাভ করেছিলেন।
আর পাবনার ভাঙ্গুড়া থানায় ২০১৯ সালের নভেম্বরে যোগদান করেছিলেন। যোগদান করেই তিনি এ থানার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌর এলাকার মাদকের বিরুদ্ধে তার নির্ঘুম ছুটে চলা। উদ্ধর্তন কর্তৃপক্ষের আদেশে মাদকের সাথে তিনি কোন আপোষ না করে মাদকে কঠোর হাতে দমনের চেষ্টা করে যাচ্ছেন ।
ভাঙ্গুড়া থানার এএসআই কামরুজ্জামান বলেন, তার উপর সরকারের অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করার চেষ্ঠা করে চলেছেন। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়।