শাহজাদপুরে প্রতিবন্দ্বী বিষয়ক আলোচনা সভা ও সহযোগিতা প্রদান
- প্রকাশিত সময় ১২:২৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / 89
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্দ্বী) শিশু ও অভিভাবকদের প্রত্যাশা এবং সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে সামাজিক সংগঠন প্রেরণা কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শাহ্ধসঢ়; মোঃ শামসুজ্জোহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, সংগঠনের বিশিষ্ট সদস্য অন্তর আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাত-ব্যথা, প্যারালাইসিস ও প্রতিবন্দ্বী বিশেষজ্ঞ ডাক্তার সানজিদা মনসুর সুবর্ণা। প্রেরণা নামক সংগঠনের সাংগঠনিক সভাপতি সামছুল হক আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বক্তারা সমাজের অবহেলিত জনগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্দ্বী) শিশুদের সহযোগিতায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্ধসঢ়;বান জানান।
এ সময় প্রত্যেক বক্তাই সংগঠন প্রেরণার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করেন। আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্দ্বী) শিশুর মাঝে বেশকিছু আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রেরণা সংগঠনের সভাপতি সামছুল হক আলীমের ব্যক্তিগত পক্ষ থেকে, অন্তর আকন্দ, সুজন ইসলাম ও প্রেরণা সংগঠনের পক্ষ থেকে এ সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।