ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সহকারি শিক্ষকের বাড়ী দখলের চেষ্টা: ৩ জনকে পিটিয়ে জখম

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৮:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / 105

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নে পাড়া দুগালী গ্রামে এক সহকারি শিক্ষকের বাড়ী জোরপূর্বক দখলের চেষ্টা বাঁধা প্রদান করায় মহিলাসহ তিনজনকে পিটিয়ে জখম, থানায় দুই অভিযোগ দায়ের।

জানা গেছে, গালা ইউনিয়নের পাড়া দুগালী গ্রামের সহকারি শিক্ষক এনামুল হক তার বাপ-দাদার বসতভিটা সাড়ে ৬ শতক দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ওসমান সরদার, আব্দুল হাকিম এদের নেতৃত্বে ওই বাড়ীর প্রধান চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ পর্যায়ে শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে, থানার এসআই বিরঙ্গ গ্রামবাসীর সহায়তায় ওই জায়গা উদ্ধার করে দেয়।

সোমবার ২ নভেম্বর সহকারি শিক্ষক এনামুল হক জানান, আমরা থানা পুলিশে খবর দেওয়ায় গত ২৪ অক্টোবর আব্দুল হাকিমের নেতৃত্বে আমার বাড়ীতে ঢুকে আমার সহধর্মীনি রোজিনা খাতুন (৩২), আমার বোন নাজমা খাতুন (৪০), আমার ভগ্নীপতি রেজাউল করিম (৪৫) কে বেধড়ক পিটিয়ে জখম করে এবং আমার স্ত্রী রোজিনা খাতুনের ডান হাত ভেঙ্গে ফেলে।

বর্তমানে রোজিনা খাতুন (৩২) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এদের বিরুদ্ধে এনামুল হক ও তার বোন নাজমা খাতুন বাদী হয়ে ওসমান সরদার ও আব্দুল হাকিমসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর আমি এখন গ্রাম ছাড়া হয়ে পড়েছি।

এ ব্যাপারে থানার এসআই বিরঙ্গ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষক ও তার বোন থানায় দুইটি অভিযোগ দায়ের করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সহকারি শিক্ষকের বাড়ী দখলের চেষ্টা: ৩ জনকে পিটিয়ে জখম

প্রকাশিত সময় ০৮:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নে পাড়া দুগালী গ্রামে এক সহকারি শিক্ষকের বাড়ী জোরপূর্বক দখলের চেষ্টা বাঁধা প্রদান করায় মহিলাসহ তিনজনকে পিটিয়ে জখম, থানায় দুই অভিযোগ দায়ের।

জানা গেছে, গালা ইউনিয়নের পাড়া দুগালী গ্রামের সহকারি শিক্ষক এনামুল হক তার বাপ-দাদার বসতভিটা সাড়ে ৬ শতক দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ওসমান সরদার, আব্দুল হাকিম এদের নেতৃত্বে ওই বাড়ীর প্রধান চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ পর্যায়ে শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে, থানার এসআই বিরঙ্গ গ্রামবাসীর সহায়তায় ওই জায়গা উদ্ধার করে দেয়।

সোমবার ২ নভেম্বর সহকারি শিক্ষক এনামুল হক জানান, আমরা থানা পুলিশে খবর দেওয়ায় গত ২৪ অক্টোবর আব্দুল হাকিমের নেতৃত্বে আমার বাড়ীতে ঢুকে আমার সহধর্মীনি রোজিনা খাতুন (৩২), আমার বোন নাজমা খাতুন (৪০), আমার ভগ্নীপতি রেজাউল করিম (৪৫) কে বেধড়ক পিটিয়ে জখম করে এবং আমার স্ত্রী রোজিনা খাতুনের ডান হাত ভেঙ্গে ফেলে।

বর্তমানে রোজিনা খাতুন (৩২) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এদের বিরুদ্ধে এনামুল হক ও তার বোন নাজমা খাতুন বাদী হয়ে ওসমান সরদার ও আব্দুল হাকিমসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর আমি এখন গ্রাম ছাড়া হয়ে পড়েছি।

এ ব্যাপারে থানার এসআই বিরঙ্গ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষক ও তার বোন থানায় দুইটি অভিযোগ দায়ের করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।