পাবনা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমির সোহেল মিলন’র বহিষ্কারাদেশ প্রত্যাহার
- প্রকাশিত সময় ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / 95
পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা ছাত্রলীগের এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শনিবার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করা ওই ছাত্রলীগ নেতা হলেন পাবনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির সোহেল মিলন।
কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক পাবনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির সোহেল মিলনের নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হলো।
পাবনা জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাহফুজ আদনান চমন বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করার সত্যতা নিশ্চিত করেন।
পাবনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির সোহেল মিলন বলেন, ‘একটি গোষ্ঠীর
মিথ্যা প্ররোচনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে বহিষ্কার করা হয়েছিল।
দলীয় শৃঙ্খলাবহির্ভূত আর কোনও কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আবেদন করেছিলাম।
প্রতিশ্রুতির বিষয়টি বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।’ বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।