পাবনার ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৬:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / 98
ডেস্ক নিউজঃ পাবনা র্যাব কর্তৃক ঈশ্বরদী থেকে ৮৫ (পঁচাশি) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন ও ৫৮৫ (পাঁচশত পঁচাশি) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
গ্রেফতারকৃত আসামী হলো, নাটোর জেলার লালপুর থানার রামকৃঞ্চপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ জিয়াউর রহমান (জিয়া) (৩৮)।
০৫ নভেম্বর ২০২০ তারিখ সকাল ১১:৪৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ভাদুর বটতলা পেট্রোল পাম্প এর সামনে হতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ৮৫ (পঁচাশি) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন এবং ৫৮৫ (পাঁচশত পঁচাশি) পিচ অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত আসামী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হচ্ছে।
আরও পড়ুনঃ পাবনা র্যাব কর্তৃক ৬৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার