সিরাজগঞ্জের মধ্য আফ্রিকায় গাড়ি দুর্ঘটনায় নিহত শান্তিরক্ষি মামুনের দাফন সম্পন্ন
- প্রকাশিত সময় ০৯:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / 118
সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মধ্যে আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল ( সেনা নং ১৮১১৭৫৭ ) আব্দুল্লাহ আল মামুন শাহীন (৩৬ ) কে পুর্ণ সামরিক কায়দায় দাফন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাযা শেষে বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে তার দাফন কাজ সম্পন্ন হয়। দাফন ও জানাযার আগে,পুর্ণ সামরিক কায়দায় গার্ড অব অনার,মৃতের কফিনে জাতীয় ও সেনাবাহিনীর পকাতা প্রদানসহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেনা বাহিনী চৌকশ দল।
এসময় নিহতের পিতা আব্দুস ছাত্তার,ছোট ভাই,দুই সন্তানসহ অসংখ্য এলাকাবাসি জানাযাতে অংশ নেয়। এর আগে নিহতের মরদেহ পরিবারকে দেখানোর জন্য বিএ কলেজ রোডস্থ বিন্দুপাড়ায় নেয়া হয়।
উল্লেখ্য,গত ২৬ অক্টোবর রাতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে মধ্য আফ্রিকার কাগা বন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ল্যান্স করপোরাল আব্দুল্লাহ আল মামুন নিহত হয়।
এ ঘটনায় গুরুতর আহত হন আরো দুজন। দীর্ঘ প্রায় ১৩ দিন পর দেশে আনার পর শনিবার দুপরে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন সম্পন্ন হয়। #