জো বাইডেন নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন: খন্দকার মাসুদ
- প্রকাশিত সময় ০৩:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / 95
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নবনির্বাচিত জো বাইডেন ক্ষমতা গ্রহণ করে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেছেন নিরাপদ বাংলাদেশ চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাসুদ উজ জামান।
৯ নভেম্বর ২০২০খ্রি: সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খন্দকার মাসুদ উজ জামান বলেন, “উদারপন্থী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বকে নিরাপদ ও সকলের বাসযোগ্য করতে পূর্বসূরী ট্রাম্পের চেয়ে ভালো ভূমিকা রাখবেন বলে আমরা মনে করি। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র পৃথিবীর সবদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি অভিবাসী, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যু ও করোনাভাইরাস মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা।”
নিরাপদ বাংলাদেশ চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরও বলেন, “ইহুদিবাদী ট্রাম্পের মুসলিম বিদ্বেষী নীতি জো বাইডেন পরিহার করে মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক স্থাপন করে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশগুলো সুসম্পর্ক গড়ে উঠবে।”
আরও পড়ুনঃ বাইডেনের প্রক্ষেপিত বিজয় নিয়ে রিপাবলিকানদের প্রতিক্রিয়া