মহানবী (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পাবনার আটঘরিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
- প্রকাশিত সময় ০৪:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / 112
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ ‘রাসূলের সেনা ভয় করিনা বুলেট বোমা’ ‘ফ্রান্সের সকল পন্য বয়কট করুন’ এই স্লোগানকে সামনে নিয়ে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পাবনা জেলা ওলামা পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননা ও ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া বাজার মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরু হয়ে শালুক ফ্লিলিং স্টেশন প্রদক্ষিণ শেষে আটঘরিয়া বায়তুল বাজার জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
এসময় বক্তব্য রাখেন ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মাওলানা আরিফ বিল্লা, মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ফ্রান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিনে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে। এ নিয়ে সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠলেও ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ওই ম্যাগাজিনটির পক্ষে শক্ত অবস্থানে দাঁড়ান।
একারনে মুসলিম বিশ্বে চলছে সমালোচনার ঝড়। এই অবস্থার মধ্যে আটঘরিয়া ওলামা পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী
সমাবেশ করেছে।
আরও পড়ুনঃ মহানবী (সাঃ) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল