হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আঞ্চলিক বিজয়া প্রীতি সম্মেলন -২০২০ অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১১:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / 96
১২ নভেম্বর বৃহস্পতিবার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ পাবনা, সিরাজগঞ্জ নাটোর ও বগুড়া জেলার সমন্বয়ে “আঞ্চলিক বিজয়া প্রীতি সম্মেলন” -২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও আঞ্চলিক বিজয়া প্রীতি সম্মেলন -২০২০ এর আহ্বায়ক শ্রীবিনয়জ্যোতি কুন্ডুর সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলার উৎসব কমিনিটি সেন্টারে এই প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি: সঞ্জীব কুমার ভাটি, মাননীয় সহকারী হাই কমিশনার, ভারতীয় দূতাবাস, রাজশাহী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক রাস্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।
সম্মনিত অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাস্টি-হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শ্রীতপন কুমার সেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্ত্তী-সভাপতি হিঃ বৌঃ খিঃ ঐক্য পরিষদ-পাবনা ও শ্রীচিত্ত রঞ্জন সাহা- সভাপতি হিঃ বৌঃ খিঃ ঐক্য পরিষদ- নাটোর ।
জেলা প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন শ্রীপ্রবীর কুমার সাহা (পাবান), এড. শ্রী জয়দেব কুন্ডু (পাবনা), শ্রীনরেশ চন্দ্র ভৌমিক (সিরাজগঞ্জ), সাবেক অধ্যক্ষ করুনা রানী সাহা (সিরাজগঞ্জ), শ্রীসুব্রত কুমার সাহা (নাটোর), শ্রীগোপাল চন্দ্র সরকার (বগুড়া) ও শুভ্র সরকার (সিরাজগঞ্জ)
আহ্বায়ক কমিটির সদস্য সচিব ড. নরেশ মধুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা এড. শ্রী সুকুমার দাস – সভাপতি হি.বৌ. খ্রি ঐক্য পরিষদ -সিরাজগঞ্জ। হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও পাবান জেলা ও উপজেলার দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।