মুজিব শতবর্ষ উপলক্ষে সাঁথিয়ায় গৃহহীনদের জন্য ঘর নির্মানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ
- প্রকাশিত সময় ০১:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / 105
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষেতুপাড়া ইউনিয়নের ছোট মাঝগ্রামে মুজিব শর্তবর্ষ উপলক্ষে দেশের ভুমিহীন ও গৃহহীনদের পূর্নবাসনের লক্ষ্যে ঘর নির্মাণ কাজের উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ছোট মাঝগ্রাম বাজারে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
এসময় উপস্থিত ছিলেন, স্থাণীয় সরকার অধিদপ্তর পাবনার উপ-পরিচালক আফরোজা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, আওয়ামীলীগ নেতা কার্তিক সাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু, জয়নাল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ঘোষণা করেছেন দেশে যাতে গৃহহীন কোন লোক না থাকে,তার জন্য ভূমিহীন ও গৃহহীনদের পূর্নবাসনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাঁথিয়া উপজেলায় ৩৭২টি ঘর নির্মাণের কাজ চলছে।
আরও পড়ুনঃ পাবনায় মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঘর পেলেন এক গৃহহীন