সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি পূর্নবাসন ও প্রনোদনা কর্মসূচী বাস্তবায়নে বীজ ও সার বিতরণ
- প্রকাশিত সময় ১০:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / 99
সিরাজগঞ্জের বেলকুচিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে ২০২০-২১ অর্থ বছরে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে বিনামূল্যে কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে ১৫ নভেম্বর রবিবার বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ-২০২০ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (বেলকুচি- সিরাজগঞ্জ ৫) আলহাজ আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম (সাজেদুল), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রত্না বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী শেখ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্যাণ প্রসাদ পাল প্রমুখ।
এছাড়াও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. আব্দুল সালাম এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে র্কমরত উপসহকারী কৃষি র্কমর্কতাগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবদিকসহ উক্ত অনুষ্ঠানে প্রণোদনা গ্রহনকারী ০৬ হাজার জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও ডিএমপি, এমওপি রাসনায়িক সার বিতরণ করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে সুধী জনদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্যাণ প্রসাদ পাল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য (বেলকুচি- সিরাজগঞ্জ ৫) আলহাজ আব্দুল মমিন মন্ডল বলেন, যাবতীয় আধুনিক কৃষি উপকরণ পণ্য সামগ্রী বিনা মূল্যে কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে বিতরণ করে সহজলভ্য করার একটাই উদ্দেশ্য সরকারের কৃষকের বেশি ফসল উৎপাদন। সেই সাথে বিভিন্ন ফসলের বীজ ও কৃষকের মাঝে বিতরণ করে আসছেন। এভাবে সরকারের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের আর্থ সামাজিক অবস্থা মজবুত করার লক্ষ্যে নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন করছেন বলে তিনি উল্লেখ করেন।
ফলশ্রুতিতে কৃষি ক্ষেত্রে দিনকে দিন উন্নয়নের জোয়ার পরিলক্ষিত হচ্ছে। দেশের মানুষের প্রধান এই পেশাকে আধুনিকায়ন করতে হবে তাহলে কৃষি ও কৃষক সমৃদ্ধ হবে। কৃষি ও কৃষক সমৃদ্ধ হলে, দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে। এ লক্ষ্য নিয়ে বর্তমান সরকার প্রতি বছরের ন্যায় এবারও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে যথারীতি বীজ ও সার বিতরণ করছে।
কৃষি জমিতে কৃষি বিভাগের সঠিক দিক নির্দেশনা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশের কৃষির উন্নয়ন এগিয়ে নিতে সচেষ্ঠ ভুমিকা পালন করছে। ফলে কৃষকবৃন্দ সঠিকভাবে সার, বীজ এবং সেচের সুষ্ঠ ব্যবহার করছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দিয়ে এর শুভ উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫শ কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ