পাবনায় করোনার ২য় ঢেউ মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে র্যালী ও মানববন্ধন
- প্রকাশিত সময় ০৪:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / 101
পাবনা প্রতিনিধিঃ আসন্ন শীতকালে করোনার ২য় ঢেউ মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও মানববন্ধন।
মঙ্গলবার সকালে স্থানীয় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সামনে এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মো: কবির মাহমুদ।
এ মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে অংশ নেন, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, এডিএম জাহিদ নেওয়াজ, এনডিসি সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার শাওন মরীফ, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা মটোর মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান হাবিব, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুজ্জোহা, বিআরটিএ এর সহকারী পরিচালক ( ইঞ্জি) আব্দুল হালিম, সহকারী পরিচালক পানি উন্নয়ন বোর্ড মোশররফ হোসেন, সিনিয়র তথ্য অফিসার পাবনা ফরহাদ হোসেন, সহকারী পরিচালক পাসপোর্ট জাহাঙ্গীর হোসেন, ডিজি এম বিসিক রফিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী পরিচালক প্রবাসী কল্যাণ আখলাকুজ্জামান, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস দুলাল মিয়া, সহকারী পরিচালক উপ আনুষ্ঠানিক শিক্ষা এমদাদুল হক, তেল তৈল মিল মালিক সভাপতি আলহাজ্জ্ব রফিকুল ইসলাম, মাছরাঙ্গা ব্যুরো চীফ উৎপল মির্জার, দৈনিক সিনসার প্রকাশক এস এম মাহবুব আলম, ‘বাংলা টিভি’ এবং ‘দেশ বার্তা’ জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ‘নতুন চোখ’ এর প্রকাশক সাংবাদিক এস এম আলম, সাংবাদিক শহিদুর রহমান শহিদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক সহ জেলার বিভিন্ন সরকারী, আধাসরকারী, বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
এর আগে একটি র্যালী শহর প্রদক্ষিন করে।